অস্ট্রেলিয়া দুঃস্বপ্ন ভুলে লেবানন ম্যাচে মনোযোগ দিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২১ নভেম্বর ম্যাচের জন্য শুক্রবার ঢাকায় এসেছে ‘লেবানিজ ক্যাডার’ খ্যাত দলটি। ম্যাচে সাদ উদ্দিন ও রাকিব হোসেনকে পাচ্ছে না স্বাগতিকরা।
দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলারই দুটি করে হলুদ কার্ড দেখেছেন। যে কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা নেমে এসেছে তাদের ওপর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটে হলুদ কার্ড দেখেন রাকিব হোসেন। তার আগে, মালদ্বীপের বিপক্ষে প্রথম পর্বের দ্বিতীয় লেগের ৬২ মিনিটে আরেক হলুদ কার্ড দেখেছিলেন বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড।
প্রথম লেগের যোগ করা সময়ে গোলের পর জার্সি খুলে বুনো উল্লাসে মেতেছিলেন সাদ উদ্দিন। জার্সি খোলার কারণে হলুদ কার্ড দেখানো হয় ২৫ বছর বয়সী এ ফুটবলারকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭২ মিনিটে আরেক হলুদ কার্ড দেখেন একাধিক পজিশনে খেলার দক্ষতাসম্পন্ন এ ফুটবলার।
মালদ্বীপের বিপক্ষে প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগে দুই হলুদ কার্ড দেখায় অস্ট্রেলিয়া ম্যাচ খেলতে পারেননি মিডফিল্ডার সোহেল রানা জুনিয়র। লেবানন ম্যাচে ফিরছেন বসুন্ধরা কিংসের এ মিডফিল্ডার।