সাকিব আল হাসান ও লিটন দাস না থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। আগামী ২৮ নভেম্বর থেকে সিলেটে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে নেই সাকিব-লিটনসহ বেশ কয়েকজন।
সিরিজ সামনে রেখে আজ সন্ধ্যায় ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে নতুন মুখ জাতীয় লিগে দুর্দান্ত পারফর্ম করা বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। এ ছাড়াও আছেন অভিষেকের অপেক্ষায় থাকা হাসান মাহমুদ ও শাহাদাৎ হোসেন দিপু। এই স্পিনারকে নিয়ে আশাবাদী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এক ভিডিও বার্তায় বলেছেন, ‘নতুন হাসান মুরাদকে আমরা সংযুক্ত করেছি। কারণ, ও বিগত দুই বছরে জাতীয় লিগে যথেষ্ট ভালো পারফর্ম করেছে। আমাদের হাইপারফরম্যান্সে (এইচপি) ভালো কাজ করেছে। আমরা আশাবাদী সে যদি সুযোগ পায়, নিজেকে ভালোভাবে মেলে ধরতে পারবে।’ তুলনামূলক নতুনদের নিয়ে দল তৈরি করা হলেও ভালো কিছুর আশা করেছেন নান্নু।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন, মাহমুদুল হাসান, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন, হাসান মুরাদ।