শুরুটা মোহর শেখকে দিয়ে। এরপর সাকলাইন সজীব ও নাহিদ রানাকে ফেরালেন—তাতেই প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন নাঈম হাসান। শনিবার চট্টগ্রামের হয়ে রাজশাহীর বিপক্ষে দারুণ এ কীর্তি গড়েছেন ডানহাতি এ অফ স্পিনার। বাংলাদেশে প্রথম শ্রেণির ক্রিকেটে এটি ১৯তম হ্যাটট্রিক, এবারের জাতীয় লিগে যা দ্বিতীয়। মৌসুমের প্রথম হ্যাটট্রিক করেছিলেন সিলেটের পেসার রেজাউর রহমান।
নাঈমের হ্যাটট্রিকে রাজশাহীকে ১৮৯ রানে আটকে দেয় চট্টগ্রাম। ওপেনার সাব্বির হোসেনের ৭৩ রানের ইনিংসই ছিল দলটির সর্বোচ্চ। রাজশাহীর হয়ে এ ম্যাচে খেলেছেন বিশ্বকাপ থেকে ফেরা তানজিদ হাসান (১০), নাজমুল হোসেন শান্ত (৩১) ও মুশফিকুর রহিম (০)। নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি জাতীয় লিগে সারছেন মুশফিক-শান্তরা। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জাতীয় দলে ডাক পাওয়া বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।
দিনের অপর ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেট বিভাগকে ১২৫ রানে গুড়িয়ে দিয়েছে রংপুর বিভাগ। ৩০ রানের ৪ উইকেট নিয়েছেন রংপুরের আবদুর গাফফার। প্রথম ইনিংসে নেমে চাপে পড়েছে রংপুরও। দিন শেষে স্কোর বোর্ডে ৬ উইকেটে ১২৪ রানে তোলে তারা। সিলেটের পেসার আবু জায়েদ রাহী নেন ৩ উইকেট।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা বিভাগের বিপক্ষে বরিশাল বিভাগ তাদের প্রথম ইনিংসে ২৩৯ রান করেছে। টপ অর্ডার ব্যর্থতার পর কামরুল ইসলাম (৬১) ও তানভির ইসলামের (৬৪) ব্যাটে চড়ে বরিশাল লড়াইয়ের পুঁজি পায়। খুলনার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন বিশ্বকাপ খেলে আসা শেখ মেহেদী হাসান। দিনের শেষ সময় ব্যাটিংয়ে নেমে ১৬ রান করেছে খুলনা।