নির্বাচনে প্রার্থী হতে চান সাকিবও

অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, সংসদ সদস্য হতে যাচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সর্বশেষ ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনেও এমন গুঞ্জন শোনা যায়।  কিন্তু তা আর বাস্তবে দেখা মেলেনি।

তবে গতকাল থেকে ২০২৪ সালের জাতীয় নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ। আর আজ ১৮ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় নির্বাচন-২০২৪ এর নৌকা প্রতীকে তিনটি আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন সাকিব। আসনগুলো হলো, ঢাকা-১০, মাগুরা-১ এবং মাগুরা-২।

জানা গেছে, মাগুরায় না পেলেও ঢাকায় পাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশ অলরাউন্ডারের। তার যে আকাশচুম্বী জনপ্রিয়তা; তাতে নিঃসন্দেহে বলাই যায়, যদি বাংলাদেশ আওয়ামী লীগ সাকিবকে নমিনেশন দেয় এবং তিনি নির্বাচন করেন। তাহলে আগামী সংসদে একজন নির্বাচিত সদস্য হতে যাচ্ছেন তিনিও। জাতীয় দলে থাকা অবস্থায় এমন ঘটনা হবে দ্বিতীয়। এর আগে জাতীয় দলে থেকেই নির্বাচন করেছিলেন মাশরাফি বিন মুর্ত্তজা।

রোহিতদের জন্য নগ্ন হতে চান কে এই অভিনেত্রী

গলা চেপে ধরে আচরণ শিখতে বললেন মেসি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top