গলা চেপে ধরে আচরণ শিখতে বললেন মেসি

১৪ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হার দেখল লিওনেল মেসির আর্জেন্টিনা। উরুগুয়ের মাঠে ২-০ ব্যবধানে হেরেছে বিশ্বচ্যাম্পিয়নরা। পুরো ম্যাচে বেশ কয়েকবার ফাউল করেছে উভয় দল। মেসিদের চারটি হলুদ কার্ডের বিপরীতে ৩টি দেখতে হয়েছে উরুগুয়েকেও। কিন্তু ম্যাচে একের পর এক ধাক্কাধাক্কিতে বিরক্ত মেসি বললেন, ‘আচরণ শিখতে।’

ম্যাচে বেশ কয়েকবার উভয় দলের মধ্যে হাতাহাতি হতে দেখা গেছে। ১৯তম মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর। কয়েকবার এমন ঘটনার পর উরুগুয়ের এক ফুটবলারের গলা চেপে ধরতে দেখা যায় মেসিকেও। মেজাজ হারিয়ে বসেন আর্জেন্টাইন অধিনায়ক নিজেই।

ম্যাচের পরও ক্ষোভ ঝেড়েছেন তিনি। মেসি বলেছেন, ‘আক্রমণাত্মক আবহটা স্বাভাবিক। বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এমনটাই হয়। ওই অশ্লীল অঙ্গভঙ্গি নিয়ে যা ভাবছি, সেটা বলতে চাচ্ছি না। প্রতিপক্ষকে কীভাবে সম্মান করতে হয়, সেটা তাদের সিনিয়রদের কাছে শিখতে হবে।’ 

মেসি তরুণদের উদ্দেশে বলেছেন, ‘এ ম্যাচে সব সময় আক্রমণাত্মক আবহ থাকে, কিন্তু সেটা শ্রদ্ধার সঙ্গে। তাদের আরও কিছুটা শিখতে হবে।’

বিশ্বকাপ ব্যর্থতা: জরুরি বৈঠক ডেকেছে বিসিবি

আফগান নারী ক্রিকেটারদের আর্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top