বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছে আফগানিস্তান। রশিদ খানদের ইতিহাস গড়া পারফরম্যান্সে উজ্জ্বিবিত আফগানরা। ছেলেরা দুর্দান্ত খেললেও খেলার সুযোগ নেই মেয়েদের। দেশটির নারী ক্রিকেটারের বেশির ভাগই প্রাণ বাঁচাতে দেশের বাইরে চলে গেছেন।
এক আবেদনে দেশ ছাড়া নারী ক্রিকেটাররা জানিয়েছেন, বিশ্বকাপের ডামাডোলে যেন এই গ্রহবাসী তাদের কথা ভুলে না যায়। এবারের বিশ্বকাপে আফগানিস্তানের চারটি অবিস্মরণীয় জয় টিভিতে উপভোগ করেছেন দেশটির খ্যাতিমান নারী ক্রিকেটার ফিরোজা আফগান।
দেশকে জিততে দেখার আনন্দের চেয়ে দেশ ত্যাগের বেদনায় বেশি পুড়ছেন তিনি। ফিরোজা বলেছেন, ‘আমি জাতীয় দলের তারকাদের জন্য গর্ববোধ করি। কারণ তারা ইতিহাস রচনা করেছেন। তারা একাধিক স্মরণীয় জয় নিশ্চিত করেছেন। তবে তাদের যখন খেলতে দেখি, তখন মনে ভীষণ আফসোসও জাগে, ইস! ওদের মতো নারী আফগান ক্রিকেটাররাও যদি খেলার সুযোগ পেত।’
তিনি আরও বলেন, ‘যতবারই আমি ওদের খেলা দেখি, ততবারই আমি আমাদের দুর্ভাগ্যের কথা ভাবি। আর মনে মনে বলি, সুযোগ দেওয়া হলে আমরাও একদিন নারী বিশ্বকাপ ক্রিকেট খেলতে পারব।’