বাবর ছাড়ার পর জানা গেল নতুন  অধিনায়কের নাম

বড় স্বপ্ন নিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে গিয়েছিল পাকিস্তান। কিন্তু একের পর এক ম্যাচে ব্যাটিং-বোলিং ব্যর্থতায় ডুবেছে বাবর আজমের দল। ব্যর্থ টুর্নামেন্ট শেষ হতেই টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ এমন ঘোষণা দেন তিনি। এর পর পরই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে পাকিস্তান।

ওয়ানডেতে পাকিস্তানকে নেতৃত্ব দেবে কে? সেটা নিশ্চিত না করলেও পিসিবি জানিয়েছে, টেস্টে অধিনায়কত্ব করবেন শন মাসুদ। এ ছাড়া টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন শাহীন শাহ আফ্রিদি।

পিসিবি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করার কিছুক্ষণ পরই চার বছরের সাফল্য-ব্যর্থতা তুলে ধরে বাবর লিখেছেন, ‘এ সময়ে আমি মাঠ ও মাঠের বাইরে নানা উত্থান-পতনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। তবে সব সময়ই ক্রিকেট বিশ্বে পাকিস্তানের গৌরব ও সম্মান বজায় রাখার দিকে লক্ষ রেখেছি।’ তিনি আরও লেখেন, ‘আজ আমি পাকিস্তানের অধিনায়ক হিসেবে সব সংস্করণ থেকে পদত্যাগ করছি। এটা কঠিন সিদ্ধান্ত, তবে আমার মনে হয় এটাই সঠিক সময়।’ তবে নতুন অধিনায়ককে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

মাহমুদউল্লাহকে ঘিরে বিসিবিতে দুঃসংবাদ

গেইলের রেকর্ড ভাঙলেন রোহিত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top