বিশ্বকাপের উইকেট কেমন হবে? কোন উইকেটে কোন ম্যাচ অনুষ্ঠিত হবে—আগেই নির্ধারণ করা ছিল। সে হিসেবে প্রথম সেমিতে ফ্রেশ উইকেটে খেলার কথা ছিল ভারত ও নিউজিল্যান্ডের। কিন্তু সেটা আর হলো কই! রোহিত শর্মাদের অনুরোধে উইকেট বদলে ফেলা হয়েছে। দুই ম্যাচ খেলা উইকেটে খেলতে নামছে ভারত। ধারণা করা হচ্ছে, দলটি ফাইনালে গেলেও এমন কিছু করতে পারে।
বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এটা কী অস্ট্রেলিয়ার জন্য উদ্বেগের ব্যাপার কিনা, প্রশ্নে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলটা ঠেলে দিলেন আইসিসির কোটে, ‘অবশ্যই আইসিসির স্বাধীন পিচ কিউরেটর আছে, যে পুরো বিষয়টা দেখভাল করে। আমি নিশ্চিত, পিচ যেন কোনো দলকে বাড়তি সুবিধা না দেয়, সেটা তারা নিশ্চিত করবে। তবে এখন পর্যন্ত (বিশ্বকাপে) যতগুলো ম্যাচ খেলেছি, কোনো সমস্যা লক্ষ করিনি।’
উইকেট পরিবর্তনের খবরটি প্রথম প্রকাশ করেছে ইংলিশ অনলাইন ডেইলি মেইল। তাদের দাবি, আইসিসির পিচ কিউরেটরের সিদ্ধান্ত উপেক্ষা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। খবরটি চোখে পড়েছে কামিন্সেরও। তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমি দেখেছি।’ তবে এমন কোনো ঘটনা নিজেদের বিপক্ষে দেখতে চান না কামিন্স।
আরো পড়ুনঃ