প্রথম পর্বের সবগুলো ম্যাচ শেষ। সেমিফাইনালের চার দল নির্ধারণ হয়ে গেছে। চার সেমিফাইনালিস্ট দল যথাক্রমে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। রাত পোহালেই প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ২০১৯ এর বিশ্বকাপে এই কিউইদের কাছে ম্যাচ হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত। রোহিত শর্মার দল কি পারবে এবার সেই প্রতিশোধ নিয়ে ফাইনালে উঠতে! নাকি ইতিহাসের পুনরাবৃত্তি করবে কিউইরা।
পয়েন্ট টেবিলে সবার উপরে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে স্বাগতিক ভারত। ৯ ম্যাচের সবকয়টিতে আছে জয়, পয়েন্ট ১৮। রানরেটেও আকাশ ছোঁয়া (+২.৫৭) রোহিতরা। এখন পর্যন্ত অসাধারণ খেলে যাওয়া এই দলের ব্যাটিং এবং বোলিং দুই দিকেই অসাধারণ দক্ষতা দেখিয়ে যাচ্ছে। রান সংগ্রাহকের তালিকায় সেরা ৫-এ দুইজনেই ভারতের। বিরাট কোহলি করেছেন ৫৯৪ রান এবং অধিনায়ক রোহিত শর্মা তালিকার চারে আছেন ৫০৩ রান নিয়ে। এছাড়াও, ভারত দলে আছেন শুভমান গিল, লোকেশ রাহুল, শ্রেয়াশ আইয়ার, সুর্যকুমার যাদবের মতো ব্যাটাররা৷ যারা নিজেদের দিনে একাই পারে বিপক্ষ দলের বোলিং লাইনআপ এলোমেলো করে দিতে। বোলিং এ অসাধারণ করে যাচ্ছেন ভারত। টুর্নামেন্টের সেরা ৫-এ বোলারের মধ্যে চলে আসছেন জশপ্রীত বুমরা। তিনি ৯ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন। এছাড়াও রবীন্দ্র জাদেজা নিয়ছেন ৯ ম্যাচে ১৬ উইকেট এবং মোহাম্মদ সামি নিয়েছেন ৫ ম্যাচে ১৬ উইকেট। সবচেয়ে আশার কথা হচ্ছে এই দলের সব খেলোয়াড়ই অসাধারণ ফর্মে আছেন।
ব্ল্যাক ক্যাপসখ্যাত গত বিশ্বকাপের রানার্সআপ দল নিউজিল্যান্ড। প্রতিবারের ন্যায় এবারও শুরুটা ভালোই করেছে৷ অসাধারণ ফর্মে আছেন রাচিন রাবিন্দ্র, কেন উইলিয়ামসন। বোলিং এ অসাধারণ করছেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, মিচেল স্যান্টনাররা। ব্যাটিং এ তিনটি শতকের মাধ্যমে ৯ ম্যাচে ৫৬৫ রানের পাশাপাশি ৯ ম্যাচে ৫ উইকেট নিয়ে বিশ্বকাপ সেরা হওয়ার দৌড়ে আছেন রাচিন রাবিন্দ্রা। বোলিংয়ে ৯ ম্যাচে ১৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় ৯-এ আছেন স্যান্টনার।