বিশ্বকাপে কত টাকা আয় করলেন সাকিব-মুশফিকরা

অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ। অনেক বড় আশা নিয়ে ভারতে গেলেও ফেরাটা হচ্ছে শূন্য হাতেই। ৯ ম্যাচ খেলে বাংলাদেশের জয় মাত্র দুটি। আগের চার আসরের হিসেবেও যা সবচেয়ে নিম্নমানের ফল। তার পরও বিশ্বকাপ থেকে বড় অঙ্কের অর্থ পুরস্কার পেতে যাচ্ছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরারা।

এবারের বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল ১ কোটি মার্কিন ডলার। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও ম্যাচ প্রতি জয়ের ওপর নির্ধারণ করা হয়েছিল। ভারত বিশ্বকাপজয়ী দল পাবে ৪০ লাখ ডলার বা ৪৫ কোটি টাকা। আর ফাইনালে হেরে যাওয়া দলটি পাবে ২০ লাখ ডলার বা সাড়ে ২২ কোটি টাকা।

টুর্নামেন্টে অংশ নেওয়া বাবদ প্রত্যেক দল পাবে ১ লাখ ডলার বা এক কোটি ১০ লাখ টাকা। সে হিসেবে বাংলাদেশ এ এককোটি টাকা তো পাচ্ছেই সঙ্গে যোগ হবে জেতা ম্যাচের অর্থও। প্রতিটি ম্যাচ জয়ের জন্য একদল পাবে ৪৫ লাভ টাকা, বাংলাদেশের ক্রিকেটাররাও সে হিসেবে পাবে দুই ম্যাচের জন্য আরও ৯০ লাখ টাকা। অর্থাৎ এ বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের আয় ২ কোটি টাকা।

বিশ্বকাপ শেষে কখন ফিরছেন লিটন-শান্তরা

আকবরের অভিষেক সেঞ্চুরিতে রঙিন রংপুর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top