এক যুগ পর বিশ্বকাপে সুযোগ পেয়ে খারাপ করেনি নেদারল্যান্ডস। শক্তিশালী দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশের সঙ্গে দাপুটে জয় পায় তারা। টুর্নামেন্টের শুরু থেকেই শেষ চারে খেলার স্বপ্ন দেখেছিল ডাচরা। আফগানিস্তান ও ইংল্যান্ডের সঙ্গে হারের পর এখন বিদায়ের সামনে তাদের। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ বিশ্বকাপের অপ্রতিরোধ্য দল ভারত। দেশে ফেরার আগে রোহিত শর্মাদের বিপক্ষে জেতার ইচ্ছে স্কট এডওয়ার্ডসের দলের। খেলাটা ক্রিকেট বলেই নাকি এমন আত্মবিশ্বাস পাচ্ছে তারা। ইংল্যান্ড ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসা ডাচ ব্যাটার তেজা নিদামানারুই বলেছেন এ কথা।
ইংল্যান্ডের বিপক্ষে ১৬০ রানের ব্যবধানে হেরেছে নেদারল্যান্ডস। বাংলাদেশ ও প্রোটিয়াদের চমকে দেওয়া ডাচরা এবার নাকি ভারতকেও চমকাতে চায়। ভারতীয় বংশোদ্ভুত তেজাই বলেছেন সেকথা, ‘তর্ক সাপেক্ষে টুর্নামেন্টের সেরা দলের বিপক্ষে খেলার জন্য রোমাঞ্চিত।’ খেলাটা ক্রিকেট বলেই এমন আত্মবিশ্বাস তার। কেননা এখানে দিনের সেরা দলই জেতার দিকে এগিয়ে থাকে। তেজাও বলেছেন সেরকমটা, ‘এটা তো ক্রিকেট খেলা, তাই না? তাই জয় পাওয়া সম্ভব। আমরা আমাদের ব্র্যান্ডের ক্রিকেট খেলব, যেটা ভালো পারি, সেটাই করব। স্পিন ভালো খেলে, এমন ক্রিকেটার আছে। উইকেট নিতে পারে, এমন বোলারও আছে।’ অবশ্য বোলার ভালো কিছু করে দিলেও দিন শেষে জেতার জন্য ভাগ্য যে লাগবে সেটাও স্বীকার করেছেন তেজা। প্রতিপক্ষ ভারত বলেই এমন কথা বলেছেন তিনি, ‘সবকিছুর পর কিছুটা ভাগ্য তো লাগবেই। সন্দেহ নেই, ভারত শক্তিশালী দল, ভালো ক্রিকেট খেলছে। কিন্তু অপ্রত্যাশিত ঘটনা তো ঘটেই।’ আরও একটি অপ্রত্যাশিত ঘটনার জন্য মুখিয়ে ডাচরা। কিন্তু ভারতের সঙ্গে সেটা সম্ভব কী না, সময়ই বলে দেবে।