যেভাবে সেমিতে খেলতে পারে পাকিস্তানও

Pakistan team

৮ ম্যাচে সমান সংখ্যক জয়ে তিন দলের সমান পয়েন্ট সমান। ৮ পয়েন্ট নিয়ে রানরেটে উপরের দিকে কিউইরা, এরপর পাকিস্তান ও আফগানরা। এই মুহুর্তে পয়েন্ট টেবিলে ৪এ থাকা নিউজিল্যান্ডের রানরেট +০.৩৯, ৫ এ থাকা পাকিস্তানের রানরেট +০.০৩। আফগানিস্তানের চেয়েও এ দুই দলের সম্ভাবনা একটু বেশিই।

অনেক অনিশ্চয়তার বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে এখনও টিকে রইল পর্যন্ত তিন দল। ইতিমধ্যে ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সেমিতে জায়গা করে নিয়েছে। কিন্তু বাকি একটা জায়গার জন্য লড়ছে এখন ৩ দল; নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান।

পাকিস্তানকে সেমিফাইনাল নিশ্চিত করতে হলে তাদের শেষ ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে অবশ্যই জিততেই হবে। সেক্ষেত্রে আজকের ম্যাচে যদি শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ড জয় পায়, তাহলে অনেক বেশি রানরেটে জিততে হবে বাবর আজমদের। নিউজিল্যান্ড আর পাকিস্তান এই দৌড়ে এগিয়ে থাকলেও কিছুটা পিছিয়ে আছে আফগানিস্তান। এর দুইটি কারণও অবশ্য আছে।তাদের রানরেট নিচের দিকে (-০.৩৩৮) এবং পরের ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। যারা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দুর্দান্ত। তবে সব কিছু নির্ভর করছে প্রোটিয়াদের বিপক্ষে কেমন খেলবেন রশিদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top