টাইমড আউট হয়ে অ্যাঞ্জোলো ম্যাথুজ যখন রাগান্বিত হয়ে ফিরে যাচ্ছিলেন, তখন লঙ্কান ড্রেসিংরুমের সামনেই ছিলেন বাংলাদেশ পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ক্ষুব্ধ ম্যাথুজকে তখন বেশ উত্তেজিত মনে হচ্ছিল। সেই সময় ডোনাল্ডও কিছু একটা বলেছিলেন। তবে দুজনের চোখমুখে এটি স্পষ্ট ছিল যে, কেউই টাইমড আউটের ব্যাপারটি ভালোভাবে নিতে পারেননি। ম্যাচের পর তো রীতিমতো বাংলাদেশের সমালোচনার সঙ্গে আইসিসি আম্পায়ারদের দিকেও আঙুল তুলেছিলেন ম্যাথুজ।
২৪ ঘণ্টা না যেতেই ‘টাইমড আউট’ নিয়ে একটি ওয়েবসাইটে সাক্ষাৎকার দিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন বাংলাদেশের পেস বোলিং কোচ। যদিও বিষয়টি একান্তই তার ব্যক্তিগত মন্তব্য হিসেবে উল্লেখ করেছেন টাইগারদের পেস বোলিং কোচ। চলমান বিশ্বকাপে দলের আচরণবিধি ভেঙে ডোনাল্ডের সাক্ষাৎকার দেওয়া ভালোভাবে নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিশ্বকাপের উদ্দেশে রওনা দেওয়ার পর পরই টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে যে কোনো ধরনের কথা বলা নিষেধ করেছিল বিসিবি। ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ—সবাইকে আচরণবিধির পয়েন্টগুলো মনে করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেসব মাথায় না রেখেই গণমাধ্যমে মন্তব্য করে বসেন ডোনাল্ড। টুর্নামেন্টে যাওয়ার আগে সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও বিশ্বকাপ অধিনায়ক সাকিব আল হাসানের দুই সাক্ষাৎকারও স্বাভাবিকভাবে নিতে পারেনি বিসিবি। সব মিলিয়ে টুর্নামেন্টের মাঝে ডোনাল্ডের আরও একটি সাক্ষাৎকার দেখে এবার ক্ষুব্ধ বোর্ড। বিশ্বকাপের আর বাকি মাত্র এক ম্যাচ। এরপর সব বিষয় নিয়েই কঠোর অবস্থানে যেতে পারে বিসিবি।