ভারত বিশ্বকাপের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটে-বলে দুর্দান্ত ইনিংসের সঙ্গে যোগ হয়েছে বিতর্কও। তবে সেটা নিয়ম মেনেই করেছিলেন সাকিব। লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউট’ বিতর্কে এবার শামিল হয়েছেন ম্যাথুসের ভাই। শ্রীলঙ্কায় আন্তর্জাতিক কিংবা লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে গেলে বাংলাদেশ দলের অধিনায়ককে পাথর মারার হুমকি দিয়েছেন ট্রেভিন ম্যাথুস।
সাকিবের আচরণ পছন্দ হয়নি ট্রেভিনের। তিনি বাংলাদেশ অধিনায়কের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন,‘বাংলাদেশ অধিনায়কের কাণ্ডে আমরা খুবই হতাশ। তার মধ্যে কোনো ধরনের ক্রীড়ানুরাগী মনোভাব দেখিনি। এমনকি ভদ্রলোকের খেলা ক্রিকেটে কোনো ধরনের মানবতাও দেখাননি বাংলাদেশ অধিনায়ক। আমরা তার কাছ থেকে কখনোই এটা আশা করিনি।’
বিভিন্ন সিরিজ ও লিগ খেলতে শ্রীলঙ্কায় যান সাকিব। এবার গেলে পাথর মারার হুমকি দেন তিনি,‘শ্রীলঙ্কায় স্বাগত জানানো হবে না সাকিবকে। যদি সে এখানে কোনো আন্তর্জাতিক বা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে আসে, তাহলে তাকে পাথর ছুড়ে মারা হবে। এমনকি ভক্ত-সমর্থকদের রোষাণলের মুখে পড়তে হবে।’