ম্যাক্সি কী আসলেই ভিন গ্রহের!

maxwell

৯১ রানে নেই ৭ ব্যাটার। উইকেটে বিশেষজ্ঞ ব্যাটার বলতে গ্লেন ম্যাক্সওয়েল। এখনো ২০১ রান পিছিয়ে অস্ট্রেলিয়া! কোটি মানুষের একজনও কি বিশ্বাস করেছিলেন এ ম্যাচ জিতবে পাঁচবারের চ্যাম্পিয়নরা? বিশ্বাস করুক আর নাই করুক, ম্যাক্সওয়েল বিশ্বাস করিয়েছেন। শুধু করিয়েছেন বললে ভুল হবে! ডাবল সেঞ্চুরিতে সব এলোমেলো করে দেন তিনি। একপাশে পুরোটা সময় সঙ্গ দেওয়া প্যাট কামিন্সের ভাষ্যমতে, ম্যাক্সি ভিন গ্রহের কেউ!

ম্যাক্সওয়েলের ইনিংসের সঙ্গে কামিন্সের দৃঢ়তার প্রশংসা করতেই হবে। তবে ম্যাচের পর কথা বলার ভাষা হারিয়ে ফেলেন তিনি,‘কী বলব, অসম্ভব! এই ইনিংসকে কীভাবে বর্ণনা করা উচিত জানি না। ম্যাক্সি যেন ভিন গ্রহের। ওডিআই ক্রিকেটের ইতিহাসে এটাই সেরা ইনিংস।’ 

উইকেটে পুরোটা সময় টিকে ছিলেন কামিন্স। জীবনে এটাই তার বড় গর্বের। কামিন্স বলেছেন, ‘এটা এমনই একটা ম্যাচ, যখন কেউ গর্ব করে বলতে পারবে, ওই ম্যাচটায় আমি মাঠে ছিলাম। নিজেদের খুব লাকি মনে হচ্ছে।

ম্যাক্সওয়েল রুপকল্প

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top