যে কোনো বিবেচনায় অস্ট্রেলিয়ার কাছে দুর্দান্ত আফগানদের হারকে ‘তীরে এসে তরী ডোবার’ মতই মর্মান্তিক বলা যায়। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভোজবাজির মতো গ্লেন ম্যাক্সওয়েল ব্যাট হাতে ক্রিজে থিতু হয়ে এক মহাকাব্যিক ইনিংস উপহার (অপরাজিত ২০১) দিলেন, আর তাতেই আফগানরা বিজয়ের দ্বারপ্রান্তেই নাকচ হয়ে গেলেন।
আফগানদের ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অজিরা যখন ৯১ রানে ৭টি উইকেট জমা দিতে বাধ্য হলো, তখনই সবাই ধরে নিয়েছিল, আফগানদের হাতে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার পর এবার অস্ট্রেলিয়ারও হার অবধারিত হয়ে যাচ্ছে বোধহয়। কিন্তু ম্যাক্সিঝড়েই সব সমীকরণ বেমালুম পাল্টে যেতে থাকে। আফগান কোচ জোনাথন ট্রট বললেন, ‘যেন জোর করেই তেতো বড়ি গিলতে বাধ্য করা হলো’।
মুজিব উর রহমান যখন ম্যাক্সির ক্যাচ ফেলে দেন, তখন ম্যাক্সির সংগ্রহ ছিল মাত্র ৩৩। পরে আফগান বোলারদের নির্বিষ প্রমাণ করে অপরাজিত ২০১ রানে এসে থামেন। বিশ্বকাপে দ্বিশত রানের রেকর্ডের দিক থেকে এটা তৃতীয় সর্বোচ্চ। এর ওপরে আছে ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের অপরাজিত ২৩৭ ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের ২১৫।