শনিবার কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশকে ৮৭ রানের লজ্জায় ডোবানোর পর টেস্ট স্ট্যাটাসের কথা স্মরণ করিয়ে দিলেন নেদারল্যান্ডসের অল রাউন্ডার বাস ডি লিডি। উল্লেখ্য, এবারের বিশ্বকাপে একমাত্র নন-টেস্ট প্লেয়িং দেশ হচ্ছে নেদারল্যান্ডস। চলতি বিশ্বকাপে তারা ধর্মশালায় দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে বেশ চমক সৃষ্টি করেছিল।
বাস ডি লিডির ভাষায়, ‘আগামী দিনগুলোতে টেস্ট মর্যাদা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে আইসিসি কাছে আবেদন করেছি।’ শনিবারের ম্যাচে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান তোলেন। তারা নির্ধারিত ওভারে ২২৯ রান তোলে। অন্যদিকে বাংলাদেশ ৪২.২ ওভারেই ১৪২ রানে সব উইকেট হারায়। ডাচ ফাস্ট বোলার পল ফন মিকিরেন ২৩ রানে চারটি উইকেট বাগিয়ে নেন।
লিডি বলেন, ‘আমি মনে করি, এবারের বিশ্বকাপে আমরা যে দুটো জয় পেয়েছি, সেগুলো আমাদের জন্য অনেক বড় কিছু। আমাদের দেশের জন্যও গৌরবের। দেশে ফেরার পর আমরা আমাদের নতুন প্রজন্মকে ক্রিকেটের ব্যাপারে অনুপ্রাণিত করার সুযোগ পাবো।’
শনিবারের এই জয়টি ছিল দলটির জন্য বিশ্বকাপে চতুর্থ ম্যাচ জয়। এর আগে ২০০৩ বিশ্বকাপে তারা নামিবিয়া এবং ২০০৭ বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়েছিল।