স্বপ্নটা ছিল ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের। তবে কোয়ালিফাইতে আশার আলো দেখিয়েছিল স্কটল্যান্ড। কিন্তু সবাইকে চমকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নেদারল্যান্ডস। বিশ্বকাপ প্রস্তুতি ঘিরে তখন এশিয়ার দলগুলোর বিভিন্ন সিরিজ, এশিয়া কাপ ব্যস্ততা। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড-নিউজিল্যান্ডও সিরিজে ব্যস্ত। অথচ নেদারল্যান্ডসের নেই কোনো সিরিজ বা টুর্নামেন্টে খেলার ব্যবস্থা। কারণ, তারা আইসিসির ফিউচার সফর সূচিতে (এফটিপি) নেই।
তাহলে বিশ্বকাপ প্রস্তুতি কীভাবে? কোনো সিরিজ না থাকলেও নিজেদের মধ্যে ছোট ছোট দল করে একটি টুর্নামেন্টের আয়োজন করেছিল তারা। সেখানে খেলে যতটুকু প্রস্তুতি। এরপর বিশ্বকাপ খেলতে ভারতে এলো। এখন তো ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে, ‘এলাম, খেললাম, জয় করলাম’।