২০০০ সালের ১০ই নভেম্বর। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের ঐতিহাসিক দিন। হাটি হাটি পা পা করে খেলতে থাকা বাংলাদেশ ক্রিকেট দল এই দিন আনুষ্ঠানিক টেস্ট ক্রিকেট অঙ্গনে পা রাখে। পা রাখাটা দুর্দান্ত না হলেও স্মরনীয় রাখার জন্য যেমন দরকার তেমনই হয়েছিল। ভারতের সাথে খেলতে নামা বাংলাদেশ দলের টসের জন্য মাঠে নামেন প্রথম টেস্ট ক্যাপ্টেন নাইমুর রহমান দূর্জয়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচ কেমন ছিল বাংলাদেশের জন্য। চলুন আজ জেনে নেওয়া যাক
কেমন ছিল একাদশ
টেস্ট অভিষেক ম্যাচে যেসব সদস্যরা খেলেন
শাহরিয়ার হোসেন বিদ্যুত
মেহরাব হোসেন অপি
হাবিবুল বাশার সুমন
আমিনুল ইসলাম বুলবুল
আকরাম খান
আল শাহরিয়ার
নাইমুর রহমান দুর্জয়
খালেদ মাসুদ পাইলট
মোহাম্মদ রফিক
হাসিবুল হোসেন
রঞ্জন দাস
বিশ্বকাপ আয়োজনঃ কেন দলে শেখ মেহেদি হাসান
কেমন পারফর্ম করেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং নেইয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে প্রথম ইনিংসেই ইতিহাসের বুকে নাম লেখান আমিনুল ইসলাম । ১৪৫ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলে অভিষেক টেস্টের শতক করার ইতিহাস করেন তিনি। এছাড়াও ব্যাট হাতে দ্যুতি ছড়ান হাবিবুল বাশার সুমন। মি ফিফটি ৭১ রান করেন।
বল হাতে দ্যুতি ছড়ান নাইমুর রহমান দূর্জয়। একাই ৬ উইকেট নিয়ে ধ্বস নামিয়ে দেন ভারতীয় ইনিংসে। এছাড়া মোহাম্মদ রফিক হাত ঘুরিয়ে নেন ৩ উইকেট।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মাত্র ৯১ রানে অল আউট হয়ে যায় টাইগাররা। হাবিবুল বাশার সর্বোচ্চ ৩০ রান করেন। বোলিং এ একমাত্র উইকেটটি নেন হাসিবুল হোসাইন।
ফলাফল
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ব্যাটীং ব্যর্থতার কারনে প্রথম ইনিংসে হাড্ডাহাড্ডি লড়াই করেও ম্যাচ হেরে যায় ৯ উইকেটে। ম্যাচ অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সুনিল জোশী