বাংলাদেশ ক্রিকেট; বাংলাদেশের মানুষের আনন্দ আর বিষাদের সাক্ষী। বাংলাদেশের মানুষের বিনোদন অন্যতম উঠস। এই ক্রিকেট যেমন অনেকের মন খারাপের কারন তেমনি এর আছে আনন্দ দেওয়ার ও অনেক ইতিহাস। আজ আলোচনা করব বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পাচটি দলীয় ইনিংসের।
সাকিব আল হাসান যে দশটা রেকর্ডের মালিক (প্রথম পর্ব)
তালিকার সবার উপরে আছে বাংলাদশ বনাম আয়ারল্যান্ডের ২০২৩ সালের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচটি। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সিলেটে। ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ৩৪৯ রান করে। বাংলাদেশের পক্ষে একমাত্র শতকটি করেন মুশফিকুর রহিম। তিনি ৬০ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। এই শতকের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে তিনি ওয়ানডে ক্রিকেটে দ্রুততম শতকের মালিক হয়ে যান। ম্যাচে সাকিব আল হাসান এবং লিটন দাস অর্ধশতক করেন। তবে বৃষ্টির কারনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এ নামতে পারেনি আয়ারল্যান্ড।
স্কোরকার্ডঃ বাংলাদেশ ৩৪৯/৬ (৫০ ওভার)- মুশফিক ১০০”, লিটন ৭০, সাকিব ৭৩, হৃদয় ৪৯।
তালিকায় দ্বিতীয় স্থানে আছে একই সিরিজের প্রথম ম্যাচটি। একই মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। আট উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ৩৩৮ রান। যা এখন পর্যন্ত দলীয় স্কোরে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রান করেন সাকিব আল হাসান, দ্বিতীয় সর্বোচ্চ রান আসে তোহিদ হৃদয় এর ব্যাট থেকে তিনি ৯২ রান করেন। বল হাতে এবাদাত নিয়েছিলেন ৪টি উইকেট এবং নাসুম নিয়েছিলেন ৩ টি উইকেট। ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন তোহিদ হৃদয়।
স্কোরকার্ডঃ বাংলাদেশ ৩৩৮/৮ (৫০ ওভার)- সাকিব ৯৩, হৃদয় ৯২, মুশফিক ৪৪। বোলিং- এবাদাত ৪/৪৪, নাসুম ৩/৪৩, তাসকিন ২/১৫
এশিয়া কাপ ২০২৩ এ পাকিস্তানে আফগানিস্তানের বিপক্ষে করা ৩৩৪/৫ এখনো পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানের জায়গা দখল করে আছে। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ মেহেদি হাসান মিরাজ এবং শান্ত’র শতকে ভর করে এই রান অর্জন করে।জবাবে ব্যাট করতে নেমে ২৪৫ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। তাতে বাংলাদেশ জয় পায় ৮৯ রানে। মেহেদি হাসান মিরাজ তার অলরাউন্ডার নৈপূন্যের কারনে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
স্কোরকার্ডঃ বাংলাদেশ ৩৩৪/৫ (৫০ ওভার)- মিরাজ ১১২, শান্ত ১০৪, সাকিব ৩২। আফগানিস্তান ২৪৫/১০ – তাসকিন ৪/৪৪, শরিফুল ৩/৩৬
সর্বোচ্চ রানের তালিকায় বাংলাদেশের একমাত্র পরাজিত ম্যাচ আছে তালিকার ৪ নাম্বারে। ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ৩৩৩/৮ করে। বাংলাদেশ ম্যাচটি হারে ৪৮ রানে। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৮২ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ ৫০ ওভারে ৩৩৩ রান করতে সমর্থ হয়।
স্কোরকার্ডঃ অস্ট্রেলিয়া ৩৮১/৫ (৫০ ওভার)- সৌম্য ৩/৫৮, মোস্তাফিজ ১/৬৯। বাংলাদেশ ৩৩৩/৮ (৫০ ওভার)- মুশফিক ১০২, মাহমুদুল্ল্যাহ ৬৯, তামিম ৬২।
তালিকায় সবার শেষে আছে ২০১৯ এর বিশ্বকাপের বাংলাদেশ বনাম দক্ষিন আফ্রিকার ম্যাচটি। ম্যাচে বাংলাদেশ ২১ রানে জয়ী হয়। প্রথমে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান তুলে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন মুশফিকুর রহিম, এছাড়াও সাকিব করেন ৭৫ রান। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সাকিব আল হাসান।
স্কোরকার্ডঃ বাংলাদেশ ৩৩০/৬ (৫০ ওভার)- মুশফিক ৭৮, সাকিব ৭৫, মাহমুদুল্লাহ ৪৬। দক্ষিন আফ্রিকা ৩০৯/৮ (৫০ ওভার) মোস্তাফিজ ৩/৬৭, সাইফুদ্দিন ২/৫৭