সাকিব আল হাসান যে দশটা রেকর্ডের মালিক (দ্বিতীয় পর্ব)

আমাদের গতপর্বের আয়োজনে ছিল তার পাচটা রেকর্ড। আজ আমাদের আয়োজনে থাকবে আরো পাঁচটি রেকর্ড।

সাকিব আল হাসান যে দশটা রেকর্ডের মালিক (প্রথম পর্ব)

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান ১৪৯ টি উইকেট নিয়েছেন যার মধ্যে ১৯টি উইকেট নিয়েছেন স্ট্যাম্পিং এ। স্ট্যাম্পিং এ নেওয়া উইকেটে সাকিব আছেন তাই সবার উপরে। অবশ্য তার সাথে সবাই উপরে আছেন যৌথভাবে পাকিস্তানের সাইদ আজমল। তিনিও সাকিবের সমান ১৯ টি উইকেট নিয়েছেন স্ট্যাম্পিং এ। এই উইকেট গুলো সাকিবের আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেটের প্রায় ১৩%। 

সব ফরমেট মিলিয়ে এক মাঠে ২৫০+ উইকেট নেওয়া সারা পৃথিবীর বুকে একমাত্র বোলার সাকিব আল হাসান। এক মাঠে নেওয়া একজন বোলারের সর্বোচ্চ উইকেটের রেকর্ড ও এটি। তিনি ১৪৪ ম্যাচে ২৫২ উইকেট নিয়েছেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। যার মধ্যে ইনিংস সেরা বোলিং ফিগার হল ৬-৫৯। পাঁচ উইকেট নিয়েছেন ১১ বার আর দশ উইকেট শিকার করেছেন ১ বার। এই রেকর্ডে সাকিবের পর আছেন লঙ্কান লিজেন্ড মুত্তিয়া মুরালিধরন। তিনি কলম্বো সিংলিজ স্পোর্টস ক্লাব মাঠে নিয়েছেন ১৮৮ টি উইকেট। 

প্লেয়ার অফ দ্যা সিরিজ অর্জনে সাকিব আল হাসান আছেন পৃথিবীর তিন নম্বর স্থানে আছেন। তার উপরে আছেন “গড অব ক্রিকেট খ্যাত” শচিন টেন্ডুলকার এবং বিরাট কোহলি। সাকিব ৪৪৩ ম্যাচ খেলে ম্যান অফ দ্যা সিরিজ হয়েছেন ১৭ বার। তার উপরে থাকা শচিন পেয়েছেন ৬৬৪ ম্যাচে ২০ বার এবং বিরাট পেয়েছেন ৫৩০ ম্যাচে ২১ বার। এই পুরুষ্কার তিনি টেস্টে পেয়েছেন ৫ বার, ওডিআইতে পেয়েছেন ৭ বার এবং টি-টোয়েন্টিতে পেয়েছেন ৫ বার। 

ব্যাট হাতেও সাকিব আল হাসানের আছে বেশ কিছু কীর্তি। একটা নির্দিষ্ট মাঠে সব ফরমেট মিলিয়ে রান সংগ্রহের দিকে সাকিব আছেন দ্বিতীয় স্থানে। তিনি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৪৪ ম্যাচের ১৫৭ ইনিংসে ব্যাট করতে নেমে নিয়েছেন ৪৭৮৬ রান। যার মধ্যে সর্বোচ্চ ১৪৪ রান। শতক হাকিয়েছেন ৩ টি, অর্ধ শতক হাকিয়েছেন ৩৬ টি। এই রেকর্ডে তার উপরে আছেন বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। তিনি একই মাঠে করেন ৪৯৫৬ রান।

আন্তর্জাতিক একদিনের ম্যাচে এক মাঠে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় ও বিশ্বের সেরা সব বোলারদের সাথে পাল্লা দিয়ে এক মাঠে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় ও তিনি আছেন সবার উপরে। ৮৯ টি ওডিআই খেলেছেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তুলে নিয়েছেন ১৩১ টি উইকেট। পাচ উইকেট নিয়েছেন ২ বার। তার পরের অবস্থান টায় আছেন আরেক গ্রেট বোলার পাকিস্তানের ওয়াসিম আকরাম। তিনি শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচ খেলে নিয়েছেন ১২২ উইকেট।

মি.সাইলেন্ট কিলারঃ মাহমুদুল্লাহ রিয়াদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top