সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। তামিম, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ সহ দেশের সকল খেলোয়াড়, বোর্ড কর্তা, দর্শক-সমর্থক সহ এমন কোন মানুষ নেই যারা এটার সাথে দ্বিমত পোষন করবেন। বাংলাদেশ ক্রিকেটে অনেক প্রথমের সাক্ষী এই স্টারবয়। বিশ্বের অনেক রেকর্ডের মালিক বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার। আজকের আয়োজনে থাকছে সাকিব আল হাসানের রেকর্ডসমুহ।
মি.সাইলেন্ট কিলারঃ মাহমুদুল্লাহ রিয়াদ
বিশ্ব ক্রিকেটে যে সব রেকর্ড সাকিবের
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে দিনের হিসেবে সবচেয়ে বেশি ক্রিকেট খেলেছেন সাকিব আল হাসান। তিনি এখন পর্যন্ত ১৭ বছর ২০৯ দিন নিজের ক্যারিয়ারে টি-টোয়েন্টি ক্রিকেটে আছেন এবং এটাকে আরো দীর্ঘায়িত করার সুযোগ আছে যেহেতু তিনি এখনো এই ফরমেট থেকে অবসর নেন নাই। তার পরে এই রেকর্ডে দ্বিতীয় অবস্থানে আছেন জিম্বাবুয়ের শন উইলিয়ামস তিনি ১৭ বছর ১৬৬ দিন খেলেছেন। যদিও তিনি অবসরে গেছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আরেকটি রেকর্ড গড়েছেন সাকিব। তিনি এক মাঠে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডটি নিজের করে নিয়েছেন। তিনি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৪৫ টি উইকেট নিয়েছেন যার মধ্যে সেরা বোলিং ফিগার ২০ রানে ৫ উইকেট। এই রেকর্ডে অবশ্য তার পরেই আছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ একই মাঠে ৪৩ উইকেট নিয়ে আছেন দ্বিতীয় স্থানে।
কম বয়সে টেস্ট ক্রিকেটের অধিনায়ক হওয়ার তালিকায় ৬ষ্ঠ স্থানে আছেন। তিনি ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্টের অধিনায়ক হওয়ার মাধ্যমে সবচেয়ে কম বয়সে অধিনায়ক হওয়ার রেকর্ড করেন। তিনি মাত্র ২২ বছর ১১৫ দিন বয়সে অধিনায়কের দ্বায়িত্ব পান।
টেস্টের একই ম্যাচে শতক এবং ডাক মারার রেকর্ড আছে তার। ২০১৭ সালে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি প্রথম ইনিংসে করেন তার ক্যারিয়ার সেরা ২১৭ রান এবং দ্বিতীয় ইনিংসে শূন্য (০) রানে আউট হয়ে ইতিহসের পাতায় নাম লেখান।
অলরাউন্ডার এই তারকার ক্যারিয়ারে ব্যাটিং বোলিং এ দাপট দেখিয়েছেন অনেক। এমনি একটা স্মরণীয় ম্যাচ হল জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪ সালে টেস্ট ম্যাচ। এই ম্যাচে সাকিব শতক এবং ১০ উইকেট তুলে রেকর্ডের খাতায় নাম লেখান তিনি। ম্যাচে ব্যাট হাতে ১৩৭ রানের পাশাপাশি বোলিং এ প্রথম ইনিংসে ৮০ রানের বিনিময়ে তুলে নেন ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে নেন ৫ উইকেট।
তার বাকি পাঁচটা রেকর্ড আমাদের পরবর্তী পর্বে প্রকাশিত হবে।
অধিনায়ক নাজমুল হোসেন শান্তঃ টি-টোয়েন্টির সাথে কতটুকু মানানসই