নোয়াখালীর জেলাধীন বেগমগঞ্জ থানার ছয়ানী ইউনিয়নের তরুনদের সংগঠন “ছয়ানী ইউথ ফাউন্ডেশন” এর আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হল “Youth Friendly Football Tournament”। চারদলের অংশগ্রহনে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকা মিরপুর ১২ তে অবস্থিত “ডি বক্স প্লে গ্রাউন্ড”।
নক আউট পদ্ধতিতে খেলা এই টুর্নামেন্টে ফাইনালে মুখোমুখি হয় ‘টিম লায়ন্স’ এবং ‘টিম নাইটস’। ফাইনালে টিম নাইটসকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ‘টিম লায়ন্স”। লায়ন্সের হয়ে গোলটি করেন আহমেদ রাজিব।
অবশ্য এই খেলাকে অনেক বড় মিলনমেলা ভাবছেন আয়োজক এবং অংশগ্রহনকারীরা। প্রায় ৬০ জনের অংশগ্রনে এই খেলার ব্যাপারে রানার্সআপ দলের অধিনায়ক ফাহমিদ হাসান জানান, “আসলে খেলা থেকেও বড় বিষয় হচ্ছে ঢাকায় আমাদের ছয়ানীর যারা আছে তাদের সবাইকে অনেকদিন পর দেখছি। এটা অনেক বড় অর্জন। আশা করি এমন মিলনমেলা আমরা আরো দেখবো। চ্যাম্পিয়ন লায়ন্স দলের অধিনায়ক বেলাল হোসেন নাজিম জানান, “আমাদের এলাকার তরুনরা যেন খেলাধুলার প্রতি আকর্ষন হারিয়ে না ফেলে এবং তাদের মনযোগ যেন ক্ষতিকর ডিভাইসের দিকে না যায় সেজন্য আমাদের এই আয়োজন। আশা করি সবাই নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগী হবে।“
পুরো টুর্নামেন্টে টাইটেল স্পন্সর হিসেবে ছিল “ইমু এপারালস ইন্টারনেশনাল লিমিটেড”। প্রতিষ্ঠানটির কর্ণধার জনাব লায়ন ইসমাইল হোসেন জানান, “তরুনদের সব আয়োজনে আমরা সব সময় পাশে ছিলাম, ভবিষতেও থাকবো। ছয়ানীর সকল তরুনরা যেন জীবনে প্রতিষ্ঠিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করে এটাই আশা করি। সব সময় এই তরুনদের পাশে থাকবো।“
উল্লেখ্য, টূর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিল ইমু এপারেলস ইন্টারনেশনাল এবং মিডিয়া পার্টনার ছিল স্পোর্টি ভয়েজ।
মি.সাইলেন্ট কিলারঃ মাহমুদুল্লাহ রিয়াদ
অধিনায়ক নাজমুল হোসেন শান্তঃ টি-টোয়েন্টির সাথে কতটুকু মানানসই