বাংলাদেশের সব ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিজের যোগ্যতা আর সামর্থ্য দিয়ে অর্জন করেছেন তিনি এই সফলতা। তবে টেস্ট এবং ওডিআই তে নিজের সামর্থ্যর প্রমান দিলেও টি-টোয়েন্টিতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না এই বাহাতি ব্যাটার। বিশ্বকাপে অংশগ্রহনকারী কাপ্তানদের মধ্যে সবচেয় কম স্ট্রাইকরেটে ব্যাট করা এই অধিনায়ককে নিয়ে আমাদের আজকের আয়োজন।
শান্ত এর টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৯ সালে। সে থেকে এখন পর্যন্ত খেলেছেন ৩৯ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। এর মধ্যে ব্যাটিং করেছেন ৩৭ ইনিংসে। ১০৯.৬৪ স্ট্রাইকরেটে করেছেন ৭৯৬ রান যার মধ্যে সর্বোচ্চ ৭১ রান। অপরাজিত থেকেছেন ৫ ইনিংসে। কোন শতক না হাঁকাতে পারলেও তিনি ৪ টি অর্ধশতক হাকিয়েছেন। চার মেরেছেন ৭৬ টি তবে ছয় হাঁকিয়েছেন মাত্র ১২ টি এর পাশাপাশি তিনি ২৪ টি ক্যাচ নিয়েছেন ফিল্ডার হিসেবে।
তাসকিন আহমেদঃ বাংলাদেশের স্পিডমাস্টার
আন্তর্জাতিক টি-টোয়েন্টি সমৃদ্ধ নাহলেও টি-টোয়েন্টি পরিসংখ্যান খুব ভালভাবেই তার পক্ষে কথা বলে। এপর্যন্ত তিনি ১৫২ টি টি-টোয়েন্টি খেলে ১১৭ স্ট্রাইকরেটে করেছেন ৩২৩৫ রান। আছে ২ টি শতকের ইনিংস ও যার মধ্যে সর্বোচ্চ অপরাজিত ১১৫। এর পাশাপাশি আছে ১৪ টি অর্ধশতকের ইনিংস ও। ৯০ টি ছয় এবং ৩০৭ চার মেরেছেন। ক্যাচ নিয়েছেন ৭০ টি।
ভক্ত সমর্থকদের আশা তিনি নিজের টি-টোয়েন্টির ফর্মটা আন্তর্জাতিক ম্যাচে ফিরিয়ে এনে দেশের অসংখ্য জয়ে অবদান রাখবেন এবং এই বিশ্বকাপে দেশকে অন্য এক উচ্ছতায় নিয়ে যাবেন।