অধিনায়ক নাজমুল হোসেন শান্তঃ টি-টোয়েন্টির সাথে কতটুকু মানানসই

বাংলাদেশের সব ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিজের যোগ্যতা আর সামর্থ্য দিয়ে অর্জন করেছেন তিনি এই সফলতা। তবে টেস্ট এবং ওডিআই তে নিজের সামর্থ্যর প্রমান দিলেও টি-টোয়েন্টিতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না এই বাহাতি ব্যাটার। বিশ্বকাপে অংশগ্রহনকারী কাপ্তানদের মধ্যে সবচেয় কম স্ট্রাইকরেটে ব্যাট করা এই অধিনায়ককে নিয়ে আমাদের আজকের আয়োজন।

শান্ত এর টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৯ সালে। সে থেকে এখন পর্যন্ত খেলেছেন ৩৯ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। এর মধ্যে ব্যাটিং করেছেন ৩৭ ইনিংসে। ১০৯.৬৪ স্ট্রাইকরেটে করেছেন ৭৯৬ রান যার মধ্যে সর্বোচ্চ ৭১ রান। অপরাজিত থেকেছেন ৫ ইনিংসে। কোন শতক না হাঁকাতে পারলেও তিনি ৪ টি অর্ধশতক হাকিয়েছেন। চার মেরেছেন ৭৬ টি তবে ছয় হাঁকিয়েছেন মাত্র ১২ টি  এর পাশাপাশি তিনি ২৪ টি ক্যাচ নিয়েছেন ফিল্ডার হিসেবে। 

তাসকিন আহমেদঃ বাংলাদেশের স্পিডমাস্টার

আন্তর্জাতিক টি-টোয়েন্টি সমৃদ্ধ নাহলেও টি-টোয়েন্টি পরিসংখ্যান খুব ভালভাবেই তার পক্ষে কথা বলে। এপর্যন্ত তিনি ১৫২ টি টি-টোয়েন্টি খেলে ১১৭ স্ট্রাইকরেটে করেছেন ৩২৩৫ রান।  আছে ২ টি শতকের ইনিংস ও যার মধ্যে সর্বোচ্চ  অপরাজিত ১১৫। এর পাশাপাশি আছে ১৪ টি অর্ধশতকের ইনিংস ও। ৯০ টি ছয় এবং ৩০৭ চার মেরেছেন। ক্যাচ নিয়েছেন ৭০ টি। 

ভক্ত সমর্থকদের আশা তিনি নিজের টি-টোয়েন্টির ফর্মটা আন্তর্জাতিক ম্যাচে ফিরিয়ে এনে দেশের অসংখ্য জয়ে অবদান রাখবেন এবং এই বিশ্বকাপে দেশকে অন্য এক উচ্ছতায় নিয়ে যাবেন।

বিশ্বকাপ আয়োজনঃ কেন দলে শেখ মেহেদি হাসান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top