ঐতিহাসিক ম্যাচে ম্যান সিটি কে যে শিক্ষা দিল রিয়াল মাদ্রিদ

শেখ মানসুর বিন জায়েদ আল নাহিয়ান ২০০৮ সালে ম্যানচেষ্টার সিটির মালিকানায় আসার পর থেকে এই ক্লাবটিকে পুরো নতুন করে ঢেলে সাজিয়ে এক অনন্য উচ্চতায় নিয়ে আসেন। বিশ্ব ফুটবলে সমীহ আদায় করে নেন। কিন্তু কাল রাতে গুয়ার্দিওয়ালার ক্লাবটিকে হারিয়ে তাদের ট্রেবল জয় এবং ইউরো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষ করে দেন রিয়াল মাদ্রিদ। 

বুধবার রাতের এই জয়ে রিয়াল মাদ্রিদ একটা স্পষ্ট বার্তাও দিয়ে রাখলো কেউ চাইলেই তাদের হিসেবের বাহিরে বা তাদের বাদের খাতায় রেখে দিতে পারে না। ঐতিহ্যবাহী এক সময়ের তারকা ভরা এই ক্লাবটি এখনো নিজেদের দিনে সব কিছু জয় করে নিতে পারে। 

এন্টনিও রদ্রিগোর দেয়াল প্রতিরোধে গতরাত ম্যানসিটিকে খেলার মুল সময়ে ৪-৪ এ ড্র হওয়ার পরেও ৪-৩ পেলান্টিতে হারায় রিয়াল মাদ্রিদ। দুই লেগেই দুর্দান্ত খেলা ইংল্যান্ডের এই ক্লাবটিকে কোচ পেপ এর ডাবল ট্রেবল জেতার স্বপ্নটাকে দুঃস্বপ্নে পরিনত করে স্পেনের এই ক্লাবটি। 

ম্যাচ শেষে রিয়ালের কোচ কার্লো আনচেলোত্তি জানান, “আমরা সত্যি সত্যি এক অসাধারন ম্যাচ জিতেছি। এই জয় আমাদের ক্লাব হিসেবেও লড়াইয়ে টিকে থাকার স্পপ্ন বাড়িয়ে দিল। আমাদের সামনে জয় ছাড়া কোন পথ খোলা ছিল না, আমরা এমন সময়েই আমাদের জয় টা অর্জন করেছি।“

উল্লেখ্য, এক বছর আগে এই রিয়ালকেই সেমিফাইনালে ৪-০ তে হারিয়ে ফাইনালে উঠে নিজেদের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নলীগ ট্রফি অর্জন করেছিল ম্যানসিটি। আজ এরই প্রতিশোধ নিলো রিয়াল মাদ্রিদ।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মুস্তাফিজের রেকর্ড

ভারতীয় ক্রিকেটারদের অ্যাথলেট বানিয়েছে কোহলি: পিটারসেন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top