শেষ দিকে নেমে রীতিমতো ঝোড়ো ইনিংস খেলেছেন এমএস ধোনি। ১৬ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। তারপরও জেতেনি তার দল চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২০ রানে হেরেছে তারা।
আগে ব্যাটিং করে ১৯১ রান করেছিল দিল্লি। জবাবে ১৭১ রানে গিয়ে থেমেছে চেন্নাই। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে ঋষভ পন্ত এর দল।
চেন্নাইর হারের দিনে এলোমেলো বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ৪৭ রান দিয়ে মাত্র এক উইকেট পেয়েছেন বাংলাদেশের বাঁ হাতি পেসার। বোলিংয়ে খুব একটা ভালো করতে পারেনি দলটির কোনো বোলার। তুশার দেশপান্ডেই একমাত্র বোলার যিনি ওভার প্রতি ৬ রান করে দেন। ব্যাটিংয়ে সে হিসেবই মেলাতে পারেনি চেন্নাই।