৪০ ওভারে ৫২৩ রান! আধুনিক ক্রিকেটে এমন ইনিংস কখনোই দেখেননি ক্রিকেট ভক্ত-সমর্থকরা। এবার সেটাই করে দেখালেন আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদা ও মুম্বাই ইন্ডিয়ান্স। ইতিহাসের পাতা ওলট-পালট করে দিল তারা। রেকর্ড গড়া ম্যাচটিতে ৩১ রানে জিতেছে হায়দ্রাবাদ। টানা দুই ম্যাচ জয়শূন্য থেকে গেল মুম্বাই ইন্ডিয়ান্স।
হায়দ্রাবাদের ঘরের মাঠে টস জিতে আগে ব্যাটিং নেয় প্যাট কামিন্সের দল। মুম্বাইর বোলারদের ওপর ঝোড় বয়ে দেন হায়দ্রাবাদের ব্যাটাররা। ২০ ওভারে ২৭৭ রান তোলে আগের সব রেকর্ড ভেঙে দেয় তারা। জবাব দিতে নেমে ২৪৬ রানে থেমেছে মুম্বাই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দুই দলের রানের যোগ ফলে এখন সেরা এই ম্যাচের স্কোরকার্ড। আগের রেকর্ডটি ছিল অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে হয়েছিল ৫১৭ রান।
আগে ব্যাটিং করতে এসে শুরুতেই মুম্বাইর ওপর ঝড় তোলেন ট্রাভিস হেড। ২৪ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংসে থামেন তিনি। তিনে নেমে হেডের মতোই ব্যাটিং করেন আভিষেক শর্মা। ২৩ বলে ৬৩ রান করে থামেন তিনিও। শেষ দিকে একপাশে রীতিমতো ঝড় বয়ে দিয়েছেন হেনড্রিক ক্লাসেন। ৩৪ বলে ৪টি চার ও ৭টি ছক্কায় ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। অপরপাশে থাকা এইডেন মার্করাম ছিলেন ৪২ রানে অপরাজিত।
রান তাড়ায় ভালো শুরু পেয়েছিল মুম্বাইও। রোহিত শর্মার সঙ্গে জুটিতে ৩ ওভারে দলীয় ফিফটি পূর্ণ করেন ঈশান কৃষাণ। ৭.৩ ওভারে ১০০ রান তোলে দলটি। তবে এরপর পরিস্থিতি বদলাতে শুরু করে একপাশে দ্রুতই উইকেট হারায় তারা। তিলক ভার্মার ৩৪ বলের ৬৪ রানেও ম্যাচে ছিল তারা। তবে শেষ দিকে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ২০ বলে ২৪ রানে ম্যাচের পরিস্থিতি বদলে গেছে। থ্রিলার ম্যাচে হেরে গেছে মুম্বাই।