আইপিএলের ১৭তম আসরে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। গুজরাট টাইটান্সকে ৬৩ রানে হারিয়েছে গত আসরের শিরোপাধারীরা। এ ম্যাচেও বল হাতে অম্ল-মধুর অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের। শুরুতে এলোমেলো বোলিং করলেও শেষ দিকে এসে ছন্দে ফেরেন তিনি।
চেন্নাইর ঘরের মাঠে টস জিতে ফিল্ডিং নেয় গুজরাট। আগে ব্যাটিং করে ২০৬ রান তোলে চেন্নাই। রান তাড়ায় ১৩৮ রানে থেমেছে গুজরাট।
চেন্নাইকে ভালো শুরু এনে দেন রাচিন রবীন্দ্র। একই ধারায় দ্রুত রান তোলেন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড ও শিভাম দুবে। রাচিন ফেরেন ব্যক্তিগত ৪৬ রানে; গাইকোয়াডও করেন সমান সংখ্যক রান। তবে শিভাম ২৩ বলে খেলেন ৫১ রানের ইনিংস।
রান তাড়ায় খুব একটা সুবিধা করতে পারেনি গুজরাটের ব্যাটাররা। দুপাশ থেকে দারুণভাবে চেপে ধরেন দিপক চাহার ও তুষার দেশপান্ডে। বাংলাদেশ পেসার মুস্তাফিজ প্রথম ২ ওভারে দেন ২৩ রান। তবে শেষ দুই ওভারে মাত্র ৭ রান দিয়ে নেন দুই উইকেট। এর মধ্যে ছিলেন রশিদ খান ও রাহুল তিয়োতিয়া।