বুমরাহ কোথায়? ভারতীয় কিংবদন্তির প্রশ্ন

আইপিএলে হার্দিক পান্ডিয়ার নতুন অধ্যায়ের শুরুটা ভালো হয়নি। তার দল মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে। তবে এই ম্যাচে হার্দিকের বেশ কিছু সিদ্ধান্ত ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সময়ের সেরা বোলার জসপ্রিত বুমরাহকে শুরুতেই বোলিং করতে না দেওয়া।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেন পান্ডিয়া। বুমরাহের প্রথম ওভার করার কথা! কারণ, আগের মৌসুমগুলোতে বোলিংয়ে বুমরাই মুম্বাইয়ের হয়ে শুরু করতেন। কিন্তু গতকাল হার্দিক নিজেই সেটা করলেন। তিনি তার প্রথম স্পেলে ২ ওভারে ২০ রান দিয়েছিলেন। ঠিক তখনই ধারাভাষ্যে থাকা ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক পিটারসেন বলেন, ‘বুমরাহকে দিয়ে বোলিং ওপেন করা হয়নি কেন? আমি কিছুই বুঝতে পারছি না।’ পিটারসেনের সঙ্গে ছিলেন সুনীল গাভাস্কার। ভারতীয় কিংবদন্তি তাকে সমর্থন করে বলেছিলেন, ‘খুব ভালো প্রশ্ন।’ আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানও এই বিষয়ে এক্স-এ একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘বুমরাহ কোথায়?

এরপর চতুর্থ ওভারে বোলিংয়ে এসে ঋদ্ধিমান সাহাকে বোল্ড করেন বুমরাহ। সাই সুদর্শন ও ডেভিড মিলারও ফিরিয়ে দেন এই ডানহাতি পেসারকে। যদিও তারা ম্যাচ হেরেছে ৬ রানে

পন্তের প্রত্যাবর্তনের ম্যাচে হারল দিল্লি

৪৫৩ দিন পর মাঠে ফিরলেন পন্ত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top