পন্তের প্রত্যাবর্তনের ম্যাচে হারল দিল্লি

ফেরার ম্যাচে দলকে জেতাতে পারলেন না ঋষভ পন্ত। পাঞ্জাব কিংসের কাছে ৪ উইকেটে হেরেছে তার দল দিল্লি ক্যাপিটালস। ৪৭ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন স্যাম কুরান। এই ইংলিশ অলরাউন্ডারেই জয়ে শুরু পেয়েছে পাঞ্জাব।

মহারাজা যদবিন্দ্র সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১৭৪ রান তোলে দিল্লি। রান তাড়ায় ১৯.২ ওভারেই ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। 

ব্যাটিংয়ের দারুণ শুরু পেয়েছিল দিল্লি। ৩.২ ওভারে ৩৯ রান তোলে উদ্বোধনী জুটি। বিধ্বংসী হয়ে উঠা মিচেল মার্শকে ব্যক্তিগত ২০ রানে থামান আর্শদ্বীপ সিং। তিনে নেমে ৩৩ রান যোগ করেন শাই হোপ। এটাই দিল্লির ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ। শেষ দিকে নেমে ঝড় তোলেন অভিষেক পোরেল। ১০ বলে ৩২০ স্ট্রাইকরেটে করেন ৩২ রান। 

যদিও তাদের ১৭৫ রানের চ্যালেঞ্জ পেরোতে খুব একটা বেগ পেতে হয়নি পাঞ্জাবের। কুরানের পর আরেক ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন ২১ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। এতেই সহজ জয় পায় পাঞ্জাব।

বোলারে মুখ রক্ষা শান্তদের

৪৫৩ দিন পর মাঠে ফিরলেন পন্ত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top