ভারতীয় ব্যাটসম্যান ঋষভ পন্ত ৪৫৩ দিন সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন। অবশেষে মাঠে ফিরলেন তিনি। আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাট করেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক।
টুর্নামেন্ট শুরুর আগে খেলার জন্য অনাপত্তিপত্র পেয়েছিলেন ঋষভ। আজ তিনি মহারাজা যদবিন্দ্র সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে টস করলেন। তবে তার দিল্লি দল টস হেরে ফিল্ডিং নিয়েছে। ব্যাটিংয়ে ১৩ বলে ১৮ রান করেন পন্ত।
2022 সালে, ঋষভ একটি ভয়ানক সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হন। এরপর প্রায় দেড় বছর বাড়িতেই কাটিয়েছেন। অবশেষে ক্রিকেট মাঠে এই তারকাকে দেখে উল্লাসে ফেটে পড়েন পাঞ্জাবের ভক্তরা।