প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ যখন প্যাভিলিয়নে ফিরে যান তখন স্কোরকার্ডে ৩২ রানে নেই বাংলাদেশের টপঅর্ডারের তিন অভিজ্ঞ ব্যাটার। এর মধ্যে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, টেস্ট দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মমিনুল হক এবং জাকির হাসান। অপরাজিত থেকে মাঠ ছাড়েন নাইটওয়াচম্যান হিসেবে খেলতে নামা তাইজুল ইসলাম এবং ওপেনার মাহমুদুল হাসান।
দ্বিতীয় দিনের খেলার শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দলীয় ৫৩ রানে আউট হন মাহমুদুল হাসান জয়। এছাড়া শাহাদাত হোসেন দিপু ও টিকতে পারেন নি বেশিক্ষন দলীয় ৮৩ রানের ব্যক্তিগত ১৮ রানে আউট হন তিনি। লিটন দাস ও ফিরে যান ১২৪ রানে ব্যক্তিগত ২৫ রানে। ১৪০ রানে ফিরেন সর্বোচ্চ রান করা তাইজুল ইসলাম । এরপর শরিফুল আর খালেদ আহমেদের ৪০ রানের জুটিতে ব্যবধানটাই কমেছে শুধু। শরিফুল করেন ১৫ রান আর খালেদ আউট হন ২২ রান করে। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ১৮৮ রানে।
এদিন বাংলাদেশের ব্যাটাররা করেন ৮৫ রান অপর দিকে তিন বোলার মিলে করেন ৮৪ রান। যার মধ্যে সর্বোচ্চ রান করেন তাইজুল ইসলাম তিনি ক্যারিয়ার সর্বোচ্চ ৪৭ রান করে আউট হন। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে লিটন দাসের ব্যাট থেকে তিনি করেন ২৫ রান।
শ্রীলংকার বোলারদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন বিষ্ণু ফার্নান্দো। এছাড়া কাসুন রাজিথা নেন ৩ টি উইকেট।