সূচি বদলে দুদিন পেছাল ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ৯ মার্চ মাঠে গড়ানোর কথা থাকলেও এখন সেটা শুরু হবে ১১ মার্চ। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। বিসিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।
সূচি পরিবর্তনের কারণ ক্লাবগুলোর খেলোয়াড় প্রাপ্তি। সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে বেশ কয়েকজন ক্রিকেটার লিগে যোগ দেবে। সে কারণে ক্লাবগুলোর সূচি পরিবর্তনের অনুরোধ করে ছিল। এরপর সিসিডিএম দুদিন পেছানোর সিদ্ধান্ত নেয়।
আগামী সোমবার লিগের উদ্বোধনী ম্যাচে ঢাকা আবাহনীর মুখোমুখি হবে পারটেক্স স্পোর্টিং ক্লাব।মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। তবে এবার নারীদের অস্ট্রেলিয়া সিরিজের কারণে ১৬ মার্চের পর তিন সপ্তাহের জন্য মিরপুরকে পাচ্ছে না সিসিডিএম।