তিনমাস পরই উইন্ডিজ-যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টটি সামনে রেখে খুব বেশি সময় পাচ্ছে না দলগুলো। ইতিমধ্যে প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলগুলো। এবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু হচ্ছে টাইগারদের। আজ সিলেটে এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপের ভাবনার কথা শোনালেন নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বিশ্বকাপের আগে দুটি সিরিজ খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কার পর প্রতিপক্ষ জিম্বাবুয়ে। শান্ত বলেন, ‘বিশ্বকাপে যাওয়ার আগে আমরা মনে হয় ৮-১১টা ম্যাচ খেলব। এই ম্যাচগুলো যদি আমরা সঠিক পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপে কীভাবে খেলতে চাই এখান থেকে গুছিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বিশ্বকাপে পরিকল্পিতভাবে খেলাটা তুলনামূলকভাবে সহজ হবে।’
বিশ্বকাপের আগে দলের মধ্যে উন্নতির জায়গাগুলো কি কি হতে পারে, সেটাও জানালেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমার মনে হয় যে, দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ। যদি সর্বশেষ বছরটা আমরা দেখি, প্রত্যেক ম্যাচে সব খেলোয়াড়ের অবদান ছিল। এটা কত বেশি ধারাবাহিকভাবে করতে পারি এবং একজন আরেকজনের প্রতি কতটুকু বিশ্বাস রাখছি এটা গুরুত্বপূর্ণ। ’
তবে শুরুটা যখন শ্রীলঙ্কা দিয়ে। তখন লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে শান্ত বলেন, ‘খুব গুরুত্বপূর্ণ যে, এত বড় একটা টুর্নামেন্ট (বিপিএল) শেষ করে টি-টোয়েন্টি সিরিজ শুরু করছি। সবাই ভালো ছন্দে আছে। আমার মনে হয়, পরিকল্পনা করাটা সবার জন্য সহজ হবে। কারণ, সিরিজ জেতার জন্য অবশ্যই শতভাগ বিশ্বাস আছে যে, এখান থেকে সিরিজ জিততে পারি।’