সিলেট নিয়ে উচ্ছ্বাসিত লঙ্কান কোচ, কেন…

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেটে। সিরিজটি ঘিরে বেশ উচ্ছ্বাসিত লঙ্কান কোচ ক্রিস সিলভারউড। বিশেষ করে এই মাঠের উইকেটই মনোমুগ্ধতা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক এই পেসারকে। সবুজ উইকেটে পেসারদের দেখতে মুখিয়ে তিনি। আজ ম্যাচপূর্বক সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন সিলভারউড।

সিলেটে হওয়া বেশ কিছু ম্যাচ দেখা হয়েছে সিলভারউডের। বিপিএলের ম্যাচগুলোতেও তীক্ষ্ণ নজর ছিল তার। তিনি বলেন, ‘এখানে আগে অনেক ম্যাচ হয়েছে। সেসব খেলার ভিডিও ফুটেজ দেখলাম। বিপিএলও আয়োজন করা হয় এই মাঠে। আমাদের দলের কয়েকজনও এখানে খেলেছে। তাদের এখানে খেলার অভিজ্ঞতা আছে। উইকেট দেখে আমারও ভালো মনে হলো।’

কেন সিলেটের উইকেট নিয়ে বেশি রোমাঞ্চিত তিনি তার ব্যাখ্যাও দিলেন এভাবে, ‘উইকেটে কিছু ঘাস আছে, বল ক্যারি করবে। আমি একজন সাবেক পেসার। বল কিপারের কাছে ক্যারি করছে এটা দেখতে আমার ভালো লাগে। এটা খেলাকে আরও রোমাঞ্চিত করবে।’ প্রথমবার সিলেটে পা রেখে বেশ উপভোগ করছেন বলেও জানান তিনি।

বিপিএলে কমেছে পুরস্কার

কি অভিজ্ঞতা নিয়ে আসছেন শান্ত-লিটনদের নতুন কোচরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top