বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শান্ত-লিটনদের নতুন ব্যাটিং ও বোলিং কোচের নাম ঘোষনা করেছে। ব্যাটিং কোচের জন্য নিয়োগ পেয়েছেন ডেভিড হেম্প এবং বোলিং কোচের জন্য আন্দ্রে এডামসকে নিয়োগ দেওয়া হয়েছে।
ডেভিড হেম্প দীর্ঘদিন থেকে বাংলাদেশ হাই পারফর্মেন্স ইউনিটের হেড কোচ হিসেবে কাজ করে আসছেন। তিনি ২০২৩ সালের মে মাস থেকে হাই পারফর্মেন্স দলের সাথে আছেন। গত বছর নিউজিল্যান্ড সফরে তিনি ব্যাটিং কোচ হিসেবে দলের সাথে নিউজিল্যান্ড সফর করেন। হেম্প ইসিবি’র লেভেল ৪ এর সার্টিফিকেটধারী কোচ। তিনি গ্ল্যামরগানের ব্যাটার হিসেবে খেলেছেন প্রথম শ্রেনীর ক্রিকেট এবং প্রায় ১৫,৫০০+ রান করেছেন। বারমুডার হয়ে ২৪ ওডিআই খেলা হেম্প পাকিস্তান জাতীয় মহিলা ক্রিকেট দলের কোচ ছিলেন ২০২০-২২ সালে।
নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে এডামসকে বোলিং কোচের দ্বায়িত্বে নিয়োগ দেয় বিসিবি। সব ফরমেট মিলিয়ে তিনি কিউইদের জার্সিতে ৪৭ বার মাঠে নামেন। প্রায় এক যুগের বেশি কোচিং এ অভিজ্ঞতা সম্পন্ন এডামস এর আগে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের বোলিং কোচ এর দ্বায়িত্ব পালন করেন। এছাড়া ২০২২-২৩ এ দক্ষিন আফ্রিকার বিপক্ষে সিরিজের অস্ট্রেলিয়ার সাথে সহকারী কোচের ভুমিকা পালন করেন।
দুই বছর চুক্তিতে এই কোচদের দ্বায়িত্ব শুরু হবে শ্রীলংকার বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে।