দিনের প্রথম ঘণ্টা ইংল্যান্ডকে ৩৫৩ রানে আটকে দিয়েছিল ভারতীয় বোলাররা। কিন্তু শেষ বেলায় ভারতের স্কোর বোর্ডে ২১৯ রান তুলতেই নেই ৭ ব্যাটার। বাঁচিতে দাপটের সঙ্গেই এগিয়ে আছে সফরকারীরা। আগামীকাল তৃতীয় দিন শুরু করবেন ৩০ রানে অপরাজিত থাকা ধ্রুব জুরেল ও ১৭ রান করা কুলদীপ যাদব।
তবে ভারতের জন্য ভয় হতে পারে আবহাওয়া। পূর্বাভাস বলছে, রোববার থেমে থেমে বৃষ্টি বাধায় পড়তে পারে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। স্পিন-বান্ধব উইকেটে সাড়ে তিনশ করা নিশ্চিতভাবেই ইংল্যান্ডের জন্য স্বস্তির ছিল। তবে সবচেয়ে বেশি কৃতিত্ব পাবেন জো রুট। একপাশ একাই আগলে রেখেছিলেন তিনি। সতীর্থদের ব্যর্থতার ফাঁকে খেলেছেন ১২২ রানের অপরাজিত ইনিংস। আগের তিন টেস্টে রান না পাওয়া রুটের তাই স্বস্তিও হতে পারে তিন অঙ্ক পেরোনো ইনিংস।
ম্যাচের পর যেমনটা বলেছিলেন, ‘অবদান রাখতে পেরে ভালো লাগছে। এটা আমার জন্য ব্যর্থ সিরিজ (রান করতে না পারায়)। কিন্তু আশা করি আমি চালিয়ে যেতে পারব।’
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে রংপুর রাইডার্সের অন্য রকম দিন