বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে রংপুর রাইডার্সের অন্য রকম দিন

মানসিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে ভিন্ন রকম দিন কাটিয়েছে রংপুর রাইডার্স পরিবার। ২২ ফেব্রুয়ারি ২০২৪ (বৃহস্পতিবার) দক্ষিণ কেরানিগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে অবস্থিত বসুন্ধরা স্পেশাল চাইল্ড স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটায় রংপুর রাইডার্সের ক্রিকেটার, কোচিং প্যানেল ও টিম ম্যানেজমেন্ট।

 টিম ডিরেক্টর শানিয়ান তানিম, উপদেষ্টা মেহেরাব আলম চৌধুরী, স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক, ফিল্ডিং কোচ ফাহিম আলম সহ রাইডারদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন নুরুল হাসান, মুমিনুল হক, ফজলে রাব্বি, শামীম পাটোয়ারী, রিপন মন্ডল, আশিকুর জামান, ইমরান তাহির, জিমি নিশাম, ডোয়াইন প্রিটোরিয়াস, ব্র‍্যান্ডন কিং ও টম মুরস।

 বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবেশনায় ভাষা শহীদের স্মরণে গান, রংপুর রাইডার্সের থিম সং এ দলীয় নৃত্য, এবং ছোট নাটক উপভোগ করে রংপুর রাইডার্স পরিবার। এছাড়াও শিশুদের জন্য প্রতিষ্ঠানটির সেবা ও শিক্ষা পদ্ধতি পর্যবেক্ষণ করেন রাইডাররা। সবশেষে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন টিম ডিরেক্টর শানিয়ান তানিম, ক্যাপ্টেন নুরুল হাসান এবং অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির।

কেমন হচ্ছে সাইফুদ্দিনের প্রত্যাবর্তন

বিপিএল কেমন করছে টাইগার চ্যাম্পিয়নদের

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top