কেমন হচ্ছে সাইফুদ্দিনের প্রত্যাবর্তন

সাইফুদ্দিন

বাংলাদেশ ক্রিকেটে বরাবরের মতই পেস অলরাউন্ডার এর অভাব আছে। টি-টোয়েন্টির এই যুগে একজন পেস অলরাউন্ডার হতে পারেন দলের সবচেয়ে বড় ভরসা। জ্যাক ক্যালিস, এন্ড্র ফ্লিনটফ থেকে শুরু করে হালের আন্দ্রে রাসেল, বেন স্টোকস, হার্ডিক পান্ডিয়া এরাই সবচেয়ে বড় প্রমান। বেন স্টোকস ২০১৯ এর ওয়ানডে বিশ্বকাপ একাই জিতিয়েছিলেন ইংল্যান্ডকে।

মাশরাফি বিন মর্তুজাকে একটা সময় মনে করা হত বাংলাদেশ দলের পেস অলরাউন্ডারের অভাব পুরন করতে পারবেন। কিন্তু ইনজুরির বারবার হানায় সেটা আর হয়ে উঠে নি। এরপর একে একে এসেছেন অনেকেই হারিয়েও গেছেন। মোহাম্মদ সাইফুদ্দিনের মাধ্যমে সেই স্বপ্ন দেখা শুরু করেছেন বাংলাদেশের লাখো ক্রিকেট প্রেমী। শুরুটা করেছেন সেভাবেই কিন্তু সেই ইনজুরির হানায় আবারো স্বপ্ন ফিকে হয়ে যায় ক্রিকেট প্রেমীদের।

অবশ্য ইনজুরি থেকে ফিরে নিজের জাত চিনাচ্ছেন এই পেস অলরাউন্ডার। বিপিএল ২০২৪ এ এখন পর্যন্ত খেলেছেন ৪ ম্যাচ নিয়েছেন ৮ উইকেট পাশাপাশি করেছেন ২০০+ স্ট্রাইক রেটে ৪৩ রান। নিজের খেলা বিপিএলের প্রথম ম্যাচে ব্যাট হাতে করেছেন ১৮ বলে ৩০ রান, বল হাতে ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে না নামলেই বল হাতে ৪ ওভার হাত ঘুরিয়ে ২১ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। তৃতীয় ম্যাচে মাত্র ৬ বল খেলে ২ চার ও ২ ছয়ের সাহায্যে করেছে অপরাজিত ২৩ রান। পাশাপাশি বল হাতেও ছিলেন দারুন কার্যকরী ৪ ওভার বল করে ৩১ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। চতুর্থ ম্যাচে ব্যাট হাতে কোন রান না করেই অপরাজিত ছিলেন এবং পাশাপাশি ৪ ওভার বল করে ২৮ রানের বিনিময়ে নেন ১ উইকেট।

ক্রিকেট প্রেমীদের বিশ্বাস সাইফুদ্দিন নিজের পুরোনো রুপে ফিরে আসবেন আবারো পাশাপাশি বাংলাদেশের পেস অলরাউন্ডারের অভাব টাও পুরন করবেন।

আরো পড়ুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top