বলের আঘাতে মাথা ফেটে গেছে মোস্তাফিজুর রহমানের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনের সময় গুরুতর চোটে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলে জানা যায় শঙ্কা মুক্ত বাঁহাতি পেসার। তবে চোটের স্থানে ৫টি সেলাই লেগেছে তার। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন ফিজ। তবে বিপিএলের বাকি অংশ খেলতে পারবেন কি না, সেটা নিয়েই শঙ্কা জেগেছে।
সাগরিকায় অনুশীলনের সময় নেটে থাকা কুমিল্লার ব্যাটার ম্যাথু ফোর্ডের ব্যাট থেকে একটি বল এসে সোজা আঘাত করে মোস্তাফিজের মাথার বাঁ পাশে। সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়েন তিনি। রক্ত ঝরতে থাকলে মাঠে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয় বাঁহাতি পেসারকে।
সিটি স্ক্যানে মোস্তাফিজের রিপোর্ট ইতিবাচক পাওয়া গেছে। বাইরের অংশে চোট লাগলেও মাথার ভেতরের অংশে কোনো প্রকার আঘাত পাননি তিনি। তবে সেলাই করাতে ২৪ ঘণ্টা থাকবেন হাসপাতালের নিউরোসার্জেন বিভাগে। বিসিবির মেডিকেল সূত্র জানিয়েছে, চোট পাওয়া মোস্তাফিজের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা। চোটের স্থানে সেলাই লাগাতে ৪-৫ দিন খেলার বাইরে থাকতে হতে পারে তার। এতে করে চট্টগ্রাম পর্বে আর খেলা হচ্ছে না বাঁহাতি পেসারের।