সাড়ে তিন বছরের জন্য বাংলাদেশ জাতীয় দলের জার্সি স্পন্সর হয়েছে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবি’। চলতি মাস থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ থাকবে বোর্ড। এ সময় জাতীয় দলের ক্রিকেটাররা অন্য কোনো অপারেটরের বিজ্ঞাপনে অংশ নিতে পারবে না।
নতুন এই চুক্তিতে বিসিবির আয় ৫০ কোটি টাকা। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনই জানিয়েছেন সেকথা। এ ছাড়াও কিট স্পন্সরসহ বেশ কয়েকটি স্পন্সরশিপ বিক্রি বাকি রয়েছে বোর্ডের। খুব শিগগির সেটাও বিক্রি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
রবির সঙ্গে বিসিবির এটি দ্বিতীয়বার পথচলা। ২০১৫ সাল থেকে ২০১৯ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল প্রতিষ্ঠানটির। যদিও ১০ মাস আগে নানান কারণে চুক্তি ভেঙে যায় উভয়ের। এবারের চুক্তিতে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, একটি চ্যাম্পিয়ন্স ট্রফি ও একটি ওয়ানডে বিশ্বকাপে জাতীয় দলকে পাবে রবিও।