২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর হচ্ছে দেশের মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবি’। আনুষ্ঠানিক ঘোষণা দিতে আজ একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির একটি সূত্রে জানা গেছে, চড়া দামে জাতীয় দলের স্পন্সরশিপ পাচ্ছে প্রতিষ্ঠানটি। এই চুক্তির আওতায় ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দলের পাশাপাশি মেয়েদের জাতীয় দলের স্পন্সর থাকবে তারা।
বিসিবির সঙ্গে আগেও ছিল রবি। ২০১৫ থেকে দুই মেয়াদে ২০১৮ পর্যন্ত ছিল প্রতিষ্ঠানটি। তবে শেষবার চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই সরে দাঁড়ায় তারা।