উইন্ডিজ দলে ৭ নতুন মুখ

উইন্ডিজ দলে ৭ নতুন মুখ

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন এই সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দলে চমক হিসেবে ৭ জন নতুন ক্রিকেটারকে যুক্ত করেছে তারা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।

সর্বশেষ ভারত সিরিজের দলে থাকা জার্মেইন ব্ল্যাকউড, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিকান, রেমন রেইফার ও রাকিম কর্নওয়াল বাদ পড়েছেন। নতুন সুযোগ মিলেছে ভারত সিরিজের দলে থেকেও না খেলে অলরাউন্ডার কেভিন সিনক্লেয়ারের।

এ ছাড়াও ব্যাটসম্যান জাচারি ম্যাককাসকি, উইকেটকিপার টেভিন ইমলাচ, পেসার আকিম জর্ডান ও শামার জোসেফ, অলরাউন্ডার জাস্টিন গ্রিভস, কাভেম হজ সুযোগ পেয়েছেন। গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্ট খেলা গুড়াকেশ মোতি এই সিরিজে ফিরেছেন।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড

ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), তেজনারায়ণ চন্দরপল, আলিক আথানাজে, কার্ক ম্যাকেঞ্জি, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কেমার রোচ, কেভিন সিনক্লেয়ার, জাচারি ম্যাককাসকি, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আকিম জর্ডান, শামার জোসেফ ও গুড়াকেশ মোতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top