গতকাল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচের আঞ্জেলা ম্যাথুজের আউট নিয়ে চারিদিকে হইচই পড়ে যায়। এই আউট এর আগে ক্রিকেট বিশ্বে কখনো কেউ দেখে নাই। “টাইমড আউট” ছাড়াও কি কি নিয়মে ক্রিকেটের ব্যাটাররা আউট হন সেই প্রসঙ্গে আমাদের আজকের আয়োজন।
১) বোল্ড:- বোলার বল করলে যখন সরাসরি ব্যাটারের স্ট্যাম্পে বল লাগে এবং এবং বেল পড়ে যায় তাহলে ব্যাটার বোল্ড আউট হয়। তবে শরীরে, ব্যাটে বা প্যাডে লেগেও যদি বল স্ট্যাম্পে লেগে বেল পড়ে তখন ও ব্যাটার বোল্ড আউট হয়।
২) রান আউট:- ব্যাটাররা রান নিতে যদি পপিং ক্রিজে পৌছানোর আগেই ফিল্ডাররা স্ট্যাম্প ভেঙ্গে দেন তখন ব্যাটার রান আউট হন।
৩) ক্যাচ:- ক্যাচ/ কট আউট ক্রিকেটের পরিচিত আউটগুলোর একটি। বোলার বল করলে ব্যাটারের ব্যাটে বা গ্লাভসে লেগে বল মাঠে পড়ার আগেই যখন ফিল্ডাররা বল ধরে ফেলে তখন ব্যাটার ক্যাচ আউট হয়। ক্যাচ আউটের দুইটা ভাষা আছে। প্রথমত, “কট এন্ড বোল্ড”- এটা যখন বোলার নিজের ক্যাচ ধরে আউট করে তখন কট এন্ড বোল্ড আউট হয়। দ্বিতীয়ত, “কট বিহাইন্ড”- যখন ব্যাটার ব্যাটে লেগে উইকেটের পিছনে থাকা কেউ বল ক্যাচ ধরে তাকে কট বিহাইন্ড বলে।
৪) এল বি ডব্লিউ:- এল বি ডব্লিউ বা লেগ বিফোর উইকেট হল যখন ব্যাটারের ব্যাটে বা গ্লাভসে বল না লেগে বল ব্যাটার শরীরে বা প্যাডে লাগে এবং আম্পায়ার যদি মনে করেন বল স্ট্যাম্পে আঘাত করতে পারতো তখন আম্পায়ার আউট দেন। এই আউট কে এলবিডব্লু আউট বলে।
৫) হিট উইকেট :- ব্যাটিং এর সময় যদি ব্যাটারের ব্যাট বা শরীরের কোন অংশ স্ট্যাম্পে লেগে বেল পড়ে যায় তাকে হিট উইকেট বলে।
৬) টাইমড আউট :- একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর আরকজন ব্যাটার যদি ৩ মিনিটের মধ্যে ক্রিজে আসতে না পারে তখন তাকে টাইমড আউটের নিয়মে আউট করা হবে।
৭) স্ট্যাম্পড :- যদি বোলার বল করার পর ব্যাটার পপিং ক্রিজের বাহিরে এসে ব্যাটিং করতে চান এবং মিস করেন এবং উইকেট কিপার বল ধরে ব্যাটার পপিং পিচে প্রবেশ করার আগেই স্ট্যাম্প ভেঙ্গে দেন তখন তাকে স্ট্যাম্পড আউট বলে।
৮) অবস্ট্রাকটিং দ্যা ফিল্ড:- যদি কোন ব্যাটার ফিল্ডিং সাইড কে বাধা দেয় কিংবা বিভ্রান্ত করে তখন তাকে অবস্ট্রাকটিং দ্যা ফিল্ড আউট দেওয়া হয়।
৯) হিট দ্যা বল টোয়াইস :- যদি ব্যাটসম্যান বলে একের অধিক আঘাত করেন তখন আম্পায়ার তাকে এই নিয়মে আউট দিতে পারেন। তবে টেস্টে এই নিয়মে আউট নাই।
১০) রিটায়ার্ড আউট :- যখন কোন ব্যাটার আম্পায়ারের অনুমতি ছাড়াই মাঠ ছেড়ে যান বা স্ব-ইচ্ছায় নিজেকে আউট ঘোষনা করেন তাকে রিটায়ার্ড আউট বলে। তবে এমন আউটে ব্যাটার আবার ব্যাট করাএ সুযোগ পান।