আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে বিরাট কোহলির ব্যাট হাসে না—কতটা মাঠেও প্রমাণ করে ফেলেছিলেন ভারতীয় কিংবদন্তি ব্যাটার। একের পর বিশ্বকাপের সেমিতে খেলছে ভারত। অথচ প্রত্যেক ম্যাচেই দুই অঙ্ক ছুঁয়ার আগেই নেই কোহলি। এবার অবশ্য সেটা হয়নি। বৃত্ত ভেঙেছেন তিনি।
মুম্বাইতে নিজের চতুর্থ বিশ্বকাপের সেমিতে এসে বৃত্ত ভাঙেন কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ রান করে এগিয়ে যাচ্ছেন তিনি। কোথায় গিয়ে থামবেন, সেটা সময় বলে দেবে।
তবে কোহলির কুফাটা লেগেছিল ২০১১ বিশ্বকাপে। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠার ম্যাচে মাত্র ৯ রান করেছিলেন তিনি। এরপর ২০১৫-তে অস্ট্রেলিয়া বিশ্বকাপে ফেরেন ১ রানে। ইংল্যান্ডেও একই ইনিংসের পুনরাবৃত্তি। কোহলি ১ রানে ফেরা দুই বিশ্বকাপের ফাইনালের আগেই বিদায় নিয়েছিল ভারত।
আরো পড়ুনঃ